আগামী ১০ জুন ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য বাংলাদেশ–সিঙ্গাপুর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের টিকিট বিক্রির সময় পরিবর্তন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। পূর্বঘোষণা অনুযায়ী আজ দুপুর ১২টায় টিকিট বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে আজ রাত ৮টায় শুরু হবে বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস।
প্রথমবারের মতো অনলাইনে টিকিট বিক্রি করছে বাফুফে। দর্শকেরা https://tickify.live/ ওয়েবসাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
ম্যাচটিকে ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ তুঙ্গে, কারণ এটি ইংলিশ চ্যাম্পিয়নশিপ খেলে আসা হামজা চৌধুরী ও তরুণ ফরোয়ার্ড শমিত শোমের ঘরের মাঠে অভিষেক ম্যাচ।
বাফুফে জানায়, মোট ১৮ হাজার ৩০০টি টিকিট ৯টি ক্যাটাগরিতে বিক্রি হবে। সাধারণ গ্যালারির টিকিট ৪০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ হাজার টাকায় করপোরেট ও হসপিটালিটি বক্সের টিকিট রাখা হয়েছে। অন্যান্য ক্যাটাগরিতে রয়েছে ভিআইপি-১ (৪ হাজার টাকা), ভিআইপি-২ ও ৩ (২,৫০০ টাকা), স্কাই ভিউ (৩ হাজার), ক্লাব হাউস ১ (২,৫০০) ও ক্লাব হাউস ২ (২ হাজার টাকা)।
উল্লেখ্য, সি গ্রুপে থাকা চার দলই (বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও হংকং) নিজেদের প্রথম ম্যাচে ড্র করেছে। ফলে পয়েন্ট তালিকায় চার দলেরই সংগ্রহ ১। ১০ জুনের ম্যাচটি উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ।
Post a Comment