"ঢাকায় হলিউড অ্যাকশন: টম ক্রুজের ‘মিশন ইম্পসিবল’ ও মার্ভেলের ‘থান্ডারবোল্টস’!"

‘মিশন  ইম্পসিবল: ফাইনাল রেকনিং’ ও ‘থান্ডারবোল্টস’ সিনেমার পোস্টার। ছবি: স্টার সিনেপ্লেক্সের সৌজন্যে।

‘মিশন ইম্পসিবল: ফাইনাল রেকনিং’

হলিউড সুপারস্টার টম ক্রুজের আইকনিক সিনেমা ‘মিশন ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে দর্শকদের উন্মাদনা দেখা গেছে বরাবরই। এখন পর্যন্ত এই ফ্র্যাঞ্চাইজির সাতটি সিনেমা মুক্তি পেয়েছে। 'ফাইনাল রেকনিং’ এই সিরিজের অষ্টম সিনেমা। আগের পর্ব ‘ডেড রেকনিং পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছিল ২০২৩ সালে।


আগের গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হয়েছে 'ফাইনাল রেকনিং'। সিনেমায় দেখানো হয়েছে দ্য এনটিটি নামের একটি বিশেষ প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায় গ্যাব্রিয়েল, তার বিরুদ্ধেই ছিল ইথান হান্টের যুদ্ধ।

‘দ্য ফাইনাল রেকনিংয়ে’ এনটিটিকে মোকাবিলার সূত্র পেয়েছে ইথান হান্ট, চেষ্টা করছে তার সাবেক সহকর্মীদের জড়ো করার।

সিনেমাটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককুয়ারি। টম ক্রুজ ছাড়াও ‘দ্য ফাইনাল রেকনিংয়ে’ অভিনয় করেছেন সাইমন পেগ, ভিং রামেস, ভেনেসা কিরবি, হেইলি অ্যাটওয়েল, এসাই মোরালেসসহ অনেকে।’ কানে সিনেমার প্রিমিয়ারে টম ক্রুজসহ সিনেমার কলাকুশলীরা অংশ নিয়েছিলেন।




থান্ডারবোল্টস

মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের পঞ্চম ধাপের শেষ সিনেমা ‘থান্ডারবোল্টস’। আন্তর্জাতিকভাবে সিনেমাটি মুক্তি পেয়েছে গত ২ মে।

জেক শ্রাইয়ার পরিচালিত এই সিনেমাটি একটি সুপারহিরো দলের গল্প বলে, যারা নিজেদের অতীতের অন্ধকার অধ্যায়ের মুখোমুখি হয়ে একটি বিপজ্জনক মিশনে অংশ নেয়।

চিত্রনাট্য করেছেন এরিক পিয়ারসন এবং জোয়ানা ক্যালোর। এতে অভিনয় করেছেন ফ্লোরেন্স পিউ, সেবাস্টিয়ান স্ট্যান, ডেভিড হারবার, হান্না জন-কামেন, ওলগা কুরিলেঙ্কো, ওয়ায়াট রাসেল, জুলিয়া লুইস-ড্রেইফাসসহ অনেকে।





Post a Comment

Previous Post Next Post