ট্রেলারটি শুরু হয় ছবির কেন্দ্রীয় নারী চরিত্রের এক জটিল অভিজ্ঞতার বর্ণনায়। আন্তর্জাতিক পরিসরে নারীর কণ্ঠ তুলে ধরার চেষ্টা হিসেবে এতে বক্তব্য রাখেন বিশিষ্ট বুদ্ধিজীবী গায়ত্রী চক্রবর্তী স্পিভাক-ও। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলার প্রকাশের এক ঘণ্টার মধ্যেই শুরু হয় বিতর্ক।
পরিচালক এবাদুর রহমান জানান, এই ট্রেলারে অভিনয়ের কারণে কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী ফারহানা হামিদ ব্যক্তিগতভাবে হুমকি ও অপমানজনক মন্তব্যের সম্মুখীন হন। এমন পরিস্থিতিতে নিজের ফেসবুক পোস্টে ফারহানার বার্তা তুলে ধরে নির্মাতা বলেন, “ভাই, প্লিজ সেভ মি।”
অভিনেত্রীর নিরাপত্তা ও মানসিক চাপের কথা মাথায় রেখে পরিচালক ট্রেলারটি সরিয়ে ফেলেন।
এবাদুর রহমান বলেন, “প্রথম থেকেই সিনেমাটি নিয়ে নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে। এখন শিল্পীদের নিরাপত্তাই প্রধান বিষয়।”
সিনেমাটির আন্তর্জাতিক নাম ‘Tractatus Bengaliam’। বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত প্রায় ৩ ঘণ্টার এই সাহসী প্রজেক্টে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ঋ সেন (যিনি কিউ পরিচালিত ‘গান্ডু’ ছবির জন্য আলোচিত), ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ ও আজাদ আবুল কালামসহ আরও অনেকে।
বর্তমানে দেশে এ ছবিটি মুক্তি দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন পরিচালক।
কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা ‘মার্শে দ্যু ফিল্ম’-এ এবাদুর রহমান পরিচালিত নতুন সিনেমা ‘বাঙালি বিলাস’-এর বিশেষ প্রদর্শনী হয় ১৮ মে। নারীবাদ, বিশ্বাসঘাতকতা আর রাজনৈতিক টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত এ ছবির প্রিমিয়ারের পরদিনই অনলাইনে প্রকাশিত হয় ছবিটির ট্রেলার—যা খুব অল্প সময়ের মধ্যেই নানা প্রতিক্রিয়ার জন্ম দেয়।
ট্রেলারটি শুরু হয় ছবির কেন্দ্রীয় নারী চরিত্রের এক জটিল অভিজ্ঞতার বর্ণনায়। আন্তর্জাতিক পরিসরে নারীর কণ্ঠ তুলে ধরার চেষ্টা হিসেবে এতে বক্তব্য রাখেন বিশিষ্ট বুদ্ধিজীবী গায়ত্রী চক্রবর্তী স্পিভাক-ও। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রেলার প্রকাশের এক ঘণ্টার মধ্যেই শুরু হয় বিতর্ক।
পরিচালক এবাদুর রহমান জানান, এই ট্রেলারে অভিনয়ের কারণে কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী ফারহানা হামিদ ব্যক্তিগতভাবে হুমকি ও অপমানজনক মন্তব্যের সম্মুখীন হন। এমন পরিস্থিতিতে নিজের ফেসবুক পোস্টে ফারহানার বার্তা তুলে ধরে নির্মাতা বলেন, “ভাই, প্লিজ সেভ মি।”
অভিনেত্রীর নিরাপত্তা ও মানসিক চাপের কথা মাথায় রেখে পরিচালক ট্রেলারটি সরিয়ে ফেলেন।
এবাদুর রহমান বলেন, “প্রথম থেকেই সিনেমাটি নিয়ে নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে। এখন শিল্পীদের নিরাপত্তাই প্রধান বিষয়।”
সিনেমাটির আন্তর্জাতিক নাম ‘Tractatus Bengaliam’। বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত প্রায় ৩ ঘণ্টার এই সাহসী প্রজেক্টে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ঋ সেন (যিনি কিউ পরিচালিত ‘গান্ডু’ ছবির জন্য আলোচিত), ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ ও আজাদ আবুল কালামসহ আরও অনেকে।
বর্তমানে দেশে এ ছবিটি মুক্তি দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলেই জানিয়েছেন পরিচালক।
Post a Comment