দেশে অস্থিরতা, সাবেক সেনাপ্রধানের সতর্কবার্তা

 


২০০৭ সালের এক-এগারোর ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে—এই আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া। ২৩ মে, শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ সতর্কতা দেন।

তিনি লেখেন, “১/১১-এর মতো অসাংবিধানিক ঘটনা দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। অতীতে সেনাবাহিনী এতে জড়িয়ে অনেক ভোগান্তি পোহিয়েছে, নতুন করে সেই পথে যাওয়া উচিত হবে না।”


সম্প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের এক বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে ২২ মে, বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টা পরিষদের সঙ্গে দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে চলমান রাজনৈতিক অস্থিরতা, সেনাবাহিনী ও সরকারের দূরত্বসহ বিভিন্ন ইস্যু আলোচিত হয়।

বৈঠকের পর পরদিন প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছা প্রকাশ সংক্রান্ত খবর প্রকাশ পায়। এই প্রেক্ষাপটে সাবেক সেনাপ্রধান দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় সবাইকে সংবিধানের পথে থাকার আহ্বান জানান।

Post a Comment

Previous Post Next Post