রিয়াল মাদ্রিদের ডাগআউটে নতুন অধিনায়ক হিসেবে এসেছেন জাভি আলোনসো। তিন মৌসুমের জন্য সাবেক এই মিডফিল্ডারের সঙ্গে চুক্তি করেছে লস ব্লাঙ্কোসরা। বর্তমান কোচ কার্লো আনচেলত্তি দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে যোগ দিচ্ছেন। তার জায়গায় ক্লাব বিশ্বকাপ থেকেই দায়িত্ব গ্রহণ করবেন আলোনসো।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানিয়েছে,
“জাভি আলোনসোকে রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে আগামী তিন মৌসুমের জন্য। ২০২৫ সালের ১ জুন থেকে শুরু করে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত তিনি আমাদের সঙ্গে থাকবেন।”
গত কয়েক মাস ধরেই আনচেলত্তির চলে যাওয়া নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। সেই সূত্র ধরেই নতুন কোচ খোঁজার প্রক্রিয়ায় সাবেক রিয়াল তারকা আলোনসোর নাম উঠে আসে। অবশেষে তাকেই বেছে নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
৪৩ বছর বয়সী জাভি আলোনসো সম্প্রতি বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে সফল সময় কাটিয়ে আসছেন। তার অধীনে বুন্দেসলিগায় ক্লাবটি দ্বিতীয় স্থান অর্জন করে। সফল সেই অধ্যায় শেষে এবার নিজের প্রাক্তন ক্লাবে ফিরে এলেন কোচ হিসেবে।
রিয়াল তাদের বিবৃতিতে আরও বলেছে,
“জাভি আলোনসো খেলোয়াড় হিসেবে রিয়াল মাদ্রিদ ও বিশ্ব ফুটবলের অন্যতম সেরা কিংবদন্তি। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ক্লাবটির জার্সিতে ২৩৬টি ম্যাচ খেলেছেন এবং জিতেছেন ছয়টি ট্রফি।”
Post a Comment