আনচেলত্তির প্রথম ব্রাজিল দল ঘোষণা : নেইমার বাদ, ক্যাসেমিরো ফিরলেন বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে

 

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিল দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি তাঁর প্রথম স্কোয়াড ঘোষণা করেছেন। চমক হিসেবে বাদ পড়েছেন দলের অন্যতম তারকা ফরোয়ার্ড নেইমার, তবে প্রায় এক বছর পর দলে ফিরেছেন অভিজ্ঞ মিডফিল্ডার ও ২০২২ বিশ্বকাপে অধিনায়ক ক্যাসেমিরো।

ইতালিয়ান কোচ আনচেলত্তি সোমবার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করেন, যেখানে আগামী সপ্তাহে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে বাছাইপর্বের দুটি ম্যাচ রয়েছে। তিনি বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমাদের বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরির কারণে দলে থাকতে পারছে না, তাদের মধ্যে নেইমারও একজন। তবে আমরা তাকে নিয়ে ভবিষ্যতের পরিকল্পনা করছি। আমি আজ সকালে ওর সঙ্গে কথা বলেছি, সে পুরোপুরি বিষয়টি মেনে নিয়েছে।”

নেইমার সম্প্রতি সান্তোসে ফিরেছেন এবং ইনজুরি কাটিয়ে এখনও পুরোপুরি ফিট নন, যার ফলে আনচেলত্তির প্রথম স্কোয়াডে জায়গা হয়নি তাঁর।

৬৫ বছর বয়সী আনচেলত্তি রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিয়ে রবিবার রাতে রিও ডি জেনেইরো পৌঁছান। এক শতাব্দীর মধ্যে তিনিই প্রথম বিদেশি কোচ হিসেবে ব্রাজিল জাতীয় দলের পূর্ণকালীন দায়িত্ব পেলেন।

দলে জায়গা পাওয়া আরেক গুরুত্বপূর্ণ নাম ক্যাসেমিরো। আনচেলত্তি জানান, “জাতীয় দলকে এমন খেলোয়াড়দের প্রয়োজন, যাদের আছে নেতৃত্ব, ব্যক্তিত্ব এবং আত্মত্যাগের মানসিকতা। ক্যাসেমিরো সেইসব গুণে পরিপূর্ণ। বিশ্বকাপের জন্য দলকে প্রস্তুত করতে এ ধরনের খেলোয়াড়দের গুরুত্ব অনেক।”

আনচেলত্তি আরও বলেন, তিনি রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের মধ্যে আরও উন্নতির সম্ভাবনা দেখছেন। “আমি নিশ্চিত, ভিনিসিয়ুস জাতীয় দলের জার্সিতেও তার সেরা রূপ দেখাবে। যদিও মজা করে বলতে হয়, আমি চাই সে গত বছরের রিয়ালের মতো খেলুক, এই বছরেরটা নয়,”— বলেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রায় ২০০ সাংবাদিকের সামনে আনচেলত্তি জানান, তিনি ব্রাজিলের সংস্কৃতি উপভোগ করতে চান। “আমি এখনো ক্রাইস্ট দ্য রিডিমার দেখতে যাইনি,”— বলে হেসে ওঠেন।

তবে দায়িত্ব যে সহজ নয়, তা বুঝে নিয়েছেন অভিজ্ঞ কোচ। “২৪ বছর পর ব্রাজিল একটি বিশ্বকাপ শিরোপার অপেক্ষায়। আমি জানি এটাই আমার মূল চ্যালেঞ্জ,”— বলেন আনচেলত্তি, যিনি ক্লাব ফুটবলে ৫টি চ্যাম্পিয়নস লিগসহ ইউরোপের শীর্ষ পাঁচ লিগের শিরোপা জিতেছেন।


ব্রাজিল দল (২৫ জন):
গোলরক্ষক: অ্যালিসন (লিভারপুল), বেন্টো (আল-নাসর), হুগো সোউজা (করিন্থিয়ান্স)
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, দানিলো, লেও ওর্টিজ, ওয়েসলি (সবাই ফ্লামেঙ্গো), আলেক্সসান্দ্রো (লিল), লুকাস বেরালদো (পিএসজি), কার্লোস অগুস্তো (ইন্টার মিলান), ভান্ডারসন (মোনাকো)
মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহ্যাম), আন্দ্রেই সান্তোস (স্ট্রাসবুর্গ), ব্রুনো গিমারায়েস (নিউক্যাসল), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এডারসন (আতালান্তা), জেরসন
ফরোয়ার্ড: আন্তনি (রিয়াল বেটিস), এস্তেভাও (পালমেইরাস), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), মাতেউস কুনহা (উলভস), রাফিনহা (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহ্যাম), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ) 


Post a Comment

Previous Post Next Post