মিউনিখের এ মাঠে খেলা হলেই না কি নতুন কোনো দল চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতে। অলিখিত সেই নিয়মই যেন ধরে রাখল ২০২৫। একপেশে এক ম্যাচে ইন্টারকে ৫-০ গোলে হারিয়ে নিজেদের ট্রফি ক্যাবিনেটে পিএসজি যোগ করল নতুন এক শিরোপা। সেইসঙ্গে নিশ্চিত হলো তাদের ট্রেবল শিরোপাও।
শনিবার (৩১ মে) রাতে মিউনিখের অ্যালিয়েঞ্জ অ্যারেনায় চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালে ৫ গোলে জয়ের রেকর্ড করেছে পিএসজি। ইন্টার মিলানকে উড়িয়ে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন হয়েছে লা প্যারিসিয়ানরা।
পিএসজি ম্যাচের শুরুতেই কর্তৃত্ব করে খেলতে শুরু করে। ম্যাচের ১২ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন আশরাফ হাকিমি।
এর ৮ মিনিটের মাথায় ১৯ বছর বয়সী নতুন নেইমার খ্যাত ফ্রেঞ্চম্যান দুয়ে দলকে ২-০ গোলে এগিয়ে নেন। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে ফাইনালে তৃতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার কীর্তি গড়েন। দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে দুয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে ইন্টার মিলানের ঘুরে দাঁড়ানোর বেঁচে থাকা সামান্য আশা শেষ করে দেন।
তবে তখনো শেষ হয়নি পিএসজির গোল উৎসব। মাত্র ১০ মিনিট পর মাঝমাঠ থেকে উসমান দেম্বেলের বাড়ানো দারুণ এক থ্রু বল প্যে নিচু শটে বল জালে জড়ান জর্জিয়ার ফরোয়ার্ড খাভিচা কাভারেস্কেইয়া।
এরপর ৮৪ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নেমে দুই মিনিট পর ইন্টারের কফিনে শেষ পেরেক ঠুকেন ১৯ বছর বয়সি ফরাসি মিডফিল্ডার সেনি মায়ুলু। এতে ৫-০ গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল।
চলতি মৌসুমে ফরাসি সুপার কাপ, লিগ ওয়ান, ফ্রেঞ্চ কাপের পর তারা উঁচিয়ে ধরলো বহু কাঙ্ক্ষিত স্বপ্নের চ্যাম্পিয়নস লিগ ট্রফি।
Post a Comment